ভারতের বিপক্ষে যে ১১ যোদ্ধা নিয়ে নামছে বাংলাদেশ

বিশ্বকাপের সূচনাতে হোঁচট খেয়েছে বাংলাদেশ। গত রোববার কার্ডিফে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এমনকি এই ম্যাচে টসও অনুষ্ঠিত হয়নি। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য টাইগারদের সামনে আরেকটি সুযোগ রয়েছে।

প্রস্তুতি পর্বের শেষ দিন মঙ্গলবার (২৮ মে) কার্ডিফে ভারতের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

মাশরাফিরা নিজেদের প্রথম ম্যাচটি খেলতে পারেনি।অন্যদিকে ভারত নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ছয় উইকেটে হারে। তাই বলা যায় আজ যাদের বিপক্ষে লড়বে সাকিব-তামিমরা, তারা অনেকটা ক্ষুধার্ত নেকড়েরর মতো ।তাই বেশ সাবধানি থাকবেন মাশরাফি বাহিনী।অন্যদিকে টাইগাররা বরাবরই ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে মরিয়া।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর