কারাগারে দাঙ্গা, নিহত ৪২

ব্রাজিলে রোববার দাঙ্গায় এক কারাগারে ১৫ বন্দি নিহত হওয়ার মাত্র একদিন পর সোমবার অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মানাউসের চার কারাগার থেকে ৪২ বন্দীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানায়, নিয়মিত কারাগার পরিদর্শনের সময় চারটি কারাগারে এসব মরদেহ পাওয়া যায়। সবাই শ্বাসরোধে সৃষ্ট সমস্যায় মারা গেছেন।

এসব বন্দীর মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে কর্তৃপক্ষ।

এর আগের দিন অ্যানিসিও জোবিম পেনিতেসিয়ারি কমপ্লেক্স এলাকায় স্বজনদের সঙ্গে সাক্ষাৎয়ের সময় বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে দু’পক্ষ পরস্পরকে টুথব্রাশ দিয়ে আঘাত করে এবং তাদের শ্বাসরোধ করা হলে ১৫ বন্দী প্রাণ হারায়।

এপ্রিলে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, বন্দী সংখ্যার বিচারে ব্রাজিল বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ। দক্ষিণ আমেরিকার দেশটিতে এপ্রিল পর্যন্ত বন্দির সংখ্যা ছিলো ৭ লাখ ১২ হাজার ৩০৫ জন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর