দেশেই চোখ পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

লন্ডনে চোখের অপারেশন করানোর পর ফলোআপ চিকিৎসা হিসেবে এবার দেশেই চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর দীন মোহাম্মদ আই হসপিটালে গিয়ে চোখ পরীক্ষা করান তিনি।

ওই হাসপাতালে প্রধানমন্ত্রীর চোখের গ্লুকোমা পরীক্ষা করা হয় এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। ড. দীন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে চার সদস্যের বোর্ড প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষা করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক বলেন, অপারেশনের পর প্রধানমন্ত্রীর চোখ এখন ভালো আছে। আমরা প্রধানমন্ত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেছি, তাকে নতুন চশমা দিয়েছি, গ্লুকোমা পরীক্ষা করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির সমাহার দেখে প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে এরকম হাসপাতাল আরও গড়ে ওঠা প্রয়োজন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর