জাককানইবি তে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিরাপদ সড়ক এবং আব্রার দূর্ঘটনায় জড়িতদের বিচারের দাবি চেয়ে সকল ক্লাস বর্জন ও আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত ১৯ মার্চ, ২০১৯ সকালে সুপ্রভাত পরিবহন বাসের চাপা পড়ে নিহত হন আব্রার আহমেদ চৌধুরী। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ( বি ইউ পি) এর ২০১৮ – ১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ( আই আর) শিক্ষার্থী ছিলেন আব্রার। গতকাল ক্লাসে যাওয়ার সময় বসুন্ধরা গেইটের সামনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পাড় হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহতস্থলে অবস্থানকারীরা জানায় দুই বাসের অবাধ প্রতিযোগিতার কারণে এমনটা ঘটে।

উক্ত ঘটনার পর পুরো দেশের শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। আবারও নিরাপদ সড়কের আন্দোলনের নামতে বাধ্য হয় শিক্ষার্থীরা। সেই ধারায় জাককানইবি শিক্ষার্থীরা একত্ব প্রকাশ করে ক্লাস বর্জন, ”এ লাশ আমরা রাখবো কোথায়, we want justice “এরকম বিভিন্ন স্লোগান ও মিছিলে নিজেদের রাস্তায় নিরাপত্তার দাবি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের কাছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর