শেরপুরে হিটস্ট্রোকে সিএনজি চালকের মৃত্যু

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা শহরের থানার মোড় এলাকার সরকারী গ্রন্থাগার সম্মুখে ২৬ মে রোববার দুপুর দেড় টার দিকে সিএনজি ষ্টেশনে মোঃ আলম (৫০) নামে এক সিএনজি চালক হিটস্ট্রোকে মারা গেছে। আলম মিয়া শেরপুর জেলা শহরের পৌর সভার মধ্য নৌহাটা মহল্লার বাসিন্দা মৃত আসকর আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের মধ্য নৌহাটা মহল্লার বাসিন্দা সিএনজি চালক আলম মিয়া সরকারি গ্রন্থাগারের সম্মুখে একটি ডাক্তারের চেম্বারে তার মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে যাবার সময় হঠাৎ সে রাস্তায় পার্শ্বে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পথচারীরা আলমকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানান আলম হিটস্ট্রোকে মারা গেছেন।

খবর পেয়ে সদর থানার এসআই (উপ-পরিদর্শক) মোঃ সুবজ ঘটনাস্থল গিয়ে ওই চালকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

সিএনজি চালক আলম মিয়া হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর