ধান ক্রয়কেন্দ্র খোলার দাবিতে কৃষক খেতমজুর সমিতির বিক্ষোভ

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোরে কৃষকের ধানের লাভজনক দাম নিশ্চিত করতে প্রতি ইউনিয়নে সরকারিভাবে ক্রয় কেন্দ্র খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি।

উৎপাদিত পণ্যের অন্তত ১৫ শতাংশ সরকারিভাবে কেনার দাবি জানানো হয়।(রবিবার ২৬শে মে)দুপুরে যশোরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে জমা দেয়া স্মারকলিপিতে এ দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা।এ সময় বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু,বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি রঞ্জিত চট্টোপাধ্যায়,সহ-সভাপতি অধ্যাপক আফসার আলী, সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিম-উর-রহমান,সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকারের নীতির কারণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বেড়েছে।এসব ব্যবসায়ীরা ৪৫০ টাকা থেকে ৭০০ টাকা দরে ধান কিনতে সিন্ডিকেট গড়ে তুলেছে। যার ফলে কৃষককে বিঘা প্রতি অন্তত চার হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।এমন পরিস্থিতিতে প্রতি ইউনিয়নে সরকার নির্ধারিত এক হাজার ৪০ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনাসহ সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ,কৃষকের নামে দায়েরকৃত সার্টিফিকেট মামলা প্রত্যাহার পূর্বক ঋণ মওকুফ,বাজেটে কৃষিখাতে অতিরিক্ত বরাদ্দ এবং গ্রাম-শহরের স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর