হঠাৎ সিলেটের আকাশে যুদ্ধ বিমান! আতঙ্কে ছুটোছুটি

আকাশে বিকট শব্দ। গোটা আকাশ প্রকম্পিত করে সেই শব্দ নেমে এলো মাঠিতে। মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষজন তখনো কিছুই বুঝে উঠতে পারেননি। সবার দৃষ্টি কেবলই আকাশমুখী। বিকট শব্দে আকাশে উড়ছে তখন বিমান। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায়। হঠাৎ করেই সিলেটের আকাশে দেখা গেলো একটি বিমান। সাথে আকাশ কাঁপিয়ে শব্দ।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সিলেটবাসী। অনেককে তখন যে যার মতো ছুটোছুটি করে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। আকাশ কাঁপিয়ে এতো বিকট শব্দ কেউ ইতিপূর্বে কেউ শোনেনি বলে জানান স্থানীয়রা। সেজন্যই এই আতঙ্ক।

স্থানীয় একজন জানান, সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধাংদেহী পরিস্থিতির কথা স্মরণ করেই হয়ত বেশি ভয় পেয়েছে নগরবাসীরা। জানা গেছে, বিমানের এই মহড়ার স্থায়িত্ব ছিলো প্রায় ২০ মিনিট।

এ সময় নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, লামাবাজার, মিরাবাজার, সোবহানীঘাট সহ পুরো নগরীর মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর