নীলফামারীতে পপি’র শিক্ষা বৃত্তি প্রদান

তারিকুল ইসলাম সোহাগ,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় এনজিও পপি’র শিক্ষা বৃত্তি প্রদান। বুধবার বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের হলরুমে ১১৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান হয়।

এনজিও পপি সমিতির সদস্যদের মধ্য হতে মেধাবী ছাত্র/ছাত্রীদের ২০১৭/২০১৮ শিক্ষা বর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তির্ন শিক্ষার্থীদের মধ্যে ১১৪ জনকে ১২ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৬৮ হাজার টাকার চেক প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, পপি’র পরিচালক মশিউড় রহমানসহ পপি’র সুবিধাভোগি সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপি’র নির্বাহী পরিচালক মোর্শেদ আলম সরকার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর