আঘাত পেয়ে হাসপাতালে উসমান খাজা

বিশ্বকাপের আগে একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। এটি আইসিসির নির্ধারিত প্রস্তুতি ম্যাচ নয়, দেশ দুটির উদ্যোগে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক ম্যাচ। আইসিসির নির্ধারিত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হবে শুক্রবার থেকে। এই অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে উইন্ডিজদের ৬৯ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে আন্দ্রে রাসেলের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা।

২৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই আন্দ্রে রাসেলের করা বাউন্সার বল সরাসরি এসে লাগে ওপেনার উসমান খাজার হেলমেটে। তখন উসমান খাজা ৭ রানে ব্যাট করেছেন। সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া দলের চিকিৎসক মাঠে প্রবেশ করে উসমান খাজাকে ড্রেসিংরুমে নিয়ে যান। বাউন্সার বলে মাথায় আঘাতের মাত্রা কতটুকু বুঝতে উসমান খাজাকে হাসপাতালে নেয়া হয়। তবে অস্ট্রেলিয়া দলের চিকিৎসক রিচার্ডস নিশ্চিত করেছে, উসমান খাজার মাথায় পাওয়া আঘাত বেশি কিছু হয়নিই।

কিন্তু জয় পেতে অস্ট্রেলিয়াকে সহজ পথই পাড়ি দিতে হয়েছে। ফিঞ্চ ৪২ রানের ইনিংস খেলেন। ডেভিড ওয়ার্নার অবশ্য রান পাননি, করেছেন মাত্র ১২ রান। স্টিভ স্মিথ আছেন আগের মতোই। দুর্দান্ত সব স্ট্রোক্স ছুটিয়ে ক্যারিবিয়ান বোলারদের করেছেন বিধ্বস্ত। ব্র্যাথওয়েটের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে স্মিথ খেলেছেন ৭৬ রানের ইনিংস।

শেষদিকে শন মার্শের অপরাজিত ৫৫ ও ম্যাক্সওয়েলের ১৮ রানে ইনিংসে ৬৯ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া। এর আগে হ্যাম্পশায়ারের স্থানীয় একটি মাঠে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ব্যাট করতে নেমে এভিন লুইসের ৫০, কার্লোস ব্র্যাথওয়েটের ৬০ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড় করায় ২২৯।

এছাড়া ওপেনার শাই হোপের ব্যাট থেকে এসেছে ২১ রান। সুনীল আমব্রিস করেছেন ৪৬ বলে ৩৬ রান। আইপিএল মাতানো আন্দ্রে রাসেল দেশের জার্সিতে নেমে সুবিধা করতে পারেননি, ৫ রানে রাসেল ফিরেন জাম্পার বলে বোল্ড হয়ে।

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে, নাথান কাল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জেসন বেহরেনড্রফ, অ্যাডাম জাম্পা

ওয়েস্ট ইন্ডিজ : এভিন লুইস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিরন হেটমায়ার, নিকোলাস পোরান, জেসন হোল্ডার, কার্লোস ব্রাথওয়েট, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, শ্যানন গ্রাব্রিয়েল, ফ্রাবিয়ান অ্যালেন, কেমার রোচ, ওশানে থমাস, শেলডন কটরেল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর