রূপগঞ্জে ৩৫ হাজার দরিদ্রদের মাঝে চিকিৎসা কার্ড বিতরণ

জাহাঙ্গীর মাহমুদ,নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাইফ এইড হসপিটালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার বিকালে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় হাসপাতাল অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বেসরকারী এ হাসপাতালটি উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী(বীর প্রতিক)।

তারাবো পৌর মেয়র মিসেস হাসিনা গাজীর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, লাইফ এইড হসপিটালের প্রধান উপদেষ্টা কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম,ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, ফেরদৌসি আলম নীলা,চেয়ারম্যান,লাইফ এইড হসপিটালের চেয়ারম্যান নাসরীন আলীম।

এছাড়াও উপস্থিত ছিলেন, পরিচালক ডাক্তার তানজিল এহসান অভি ও ডাক্তার আফরুন্নেছা মুনা,ডিকেএমসির উপদেষ্টা ডাক্তার আবুল কাশেম,মেমোরী হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার ফারুকুল ইসলাম,ভুলতা জেনারেল হাসপাতালের এমডি মিলন, পরিচালক আব্দুর রহিমসহ অন্যরা। এ সময় পাট ও বস্ত্রমন্ত্রী তাঁর বক্তব্য বলেন, সরকার স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিচ্ছে।এতে বেসরকারী হাসপাতাল সহায়ক ভুমিকা রাখছে। তাই সেবার মান বাড়িয়ে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতের আহবান জানান তিনি।

এ সময় তারাবো পৌরসভাসহ উপজেলার ৩৫ হাজার দরিদ্রদের জন্য ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চিকিৎসা সহায়ক কার্ড বিতরণ করেন মন্ত্রী। লাইফ এইড হসপিটালের প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, এ কার্ডের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা সেবা পাবেন হত দরিদ্ররা। তাছাড়া সকল দরিদ্রদের জন্য বিশেষ ছাড় দিয়ে উন্নত চিকিৎসা দেবে লাইফ এইড।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর