‘বিশেষ জুতা’ পায়ে বিশ্বকাপ মাতাবেন কোহলি!(ভিডিও)

বিশ্বকাপ সুযোগ পাওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই অনেক বড় প্রাপ্তি, সবাই মুখিয়ে থাকে নিজেকে ভিন্ন আঙ্গিকে পরিচয় করিয়ে দিতে। পারফরম্যান্সের বাইরেও নিজেকে অন্যদের তুলনায় আলাদা করতে অনেকেই চলন-বলন আর পোশাক-আশাকে আনেন বিশেষত্ব। পারফর্ম দিয়ে নিজেকে নতুন করে চেনানোর কিছু নেই ভারতীয় দলপতি ভিরাট কোহলির। তবে এবার এক বিশেষ জুতা পরে বিশ্বকাপের মঞ্চে নামবেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

সপ্তাহ খানেক পরই পর্দা উঠতে যাচ্ছে আসন্ন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বিশ্বকাপের। দলগুলো নিজেদের ব্যাগপত্র গুছিয়ে এরই মধ্যে পাড়ি জমাতে শুরু করেছে রানী এলিজাবেথের দেশে। আজ (২২ মে) বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতও।

ইংল্যান্ডের বিমানে চাপার আগে গতকাল (২১ মে) কোহলি টুইটারে এক ভিডিও বার্তায় নিজের বিশ্বকাপ জুতা আনবক্স করার সময়টা ভাগাভাগি করেন ভক্তদের সাথে। বিশ্বকাপ সামনে রেখে বিশ্ববিখ্যাত জুতা প্রস্তুতকারক সংস্থা পিউমা বাজারে আনে মাত্র ১৫০ জোড়া সোনালি স্পাইকের জুতা। আর ভিরাট কোহলির মাধ্যমেই জুতাটি প্রথম জনসম্মুখে আনে পিউমা। গোল্ড স্পাইক এডিশন নামের এই জুতা পায়ে বিশ্বকাপ লড়াইয়ে নামবেন কোহলি।

বিশেষ এই জুতার বেশিরভাগ জুড়েই সাদা রঙের হলেও পাড়ের দিকে সোনালি রঙের সুন্দর ডিজাইন করা, এছাড়া নিচের অংশের স্পাইকগুলোও সোনালি আবরণে ঢাকা।

প্রথম ক্রিকেটার হিসেবে এ জুতা পরে মাঠে নামতে মুখিয়ে আছেন রানমেশিন খ্যাত ভারতীয় অধিনায়ক, ‘আমার বিশ্বকাপ জুতা জোড়া এখানে। যা সাজানো হয়েছে সাদা ও সোনালি রঙে। আপনাদেরকে পিউমার গোল্ড স্পাইক কালেক্টরের জুতা জোড়া দেখাতে মুখিয়ে আছি। পিউমার প্রতি কৃতজ্ঞ সীমিত সংস্করণের জুতা জোড়া আমার জন্য তৈরি করায়।’

উল্লেখ্য, নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া কোহলি অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিবেন এবারই প্রথম। নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াইয়ে কোহলির ব্যাট হাসবে নিজস্ব গতিতে, সাথে ক্ষুরধার সিদ্ধান্তে বদলে দিবেন ম্যাচের মোড়, এমনটাই প্রত্যাশা ভারতীয়দের। আগামী ৫ জুন সাউদাম্পটনের রোজ বোলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর