৮ বছর বয়সে ১০৬ ভাষা রপ্ত!

আট বছর বয়সে ১০৬টি ভাষা রপ্ত করে শোরগোল ফেলে দিয়েছে ভারতের চেন্নাইয়ের এক শিশু। এ বয়সে সে ১০৬টি ভাষায় লিখতে পড়তে ও বলতে পারে।

তাক লাগানো এই বিস্ময় বালক এখন চেন্নাইয়ের সুপারহিরো। নাম তার নিয়াল থগুলুভা।

এনডিটিভি জানায়, শুধু ভাষা রপ্ত করেই থেমে থাকেনি নিয়াল। ইন্টারনেট আর ইউটিউবের সাহায্যে নিয়ে ইতিমধ্যেই সে ১০৬টি ভাষায় অনর্গল কথা বলতে পারে। শুধু কথা বলায় নয়; এসব ভাষায় নিজের মাতৃভাষার মতো লিখতেও পারে সে।

এ বিষয়ে নিলালের ভাষ্য, ‘আমি নিজেই জানি না। ধীরে ধীরে নেট আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতই বোধহয় আগ্রহী হলাম ভাষা সম্বন্ধে। এভাবেই একসময় দেখলাম, ১০৬টি ভাষা শিখে ফেলেছি। এর মধ্যে ১০ ভাষা ঠোঁটস্থ। আপাতত আরও পাঁচটি ভাষা শিখছি।’

ছেলের এই বিরল প্রতিভার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন বাবা শঙ্কর নারায়ণন। নিয়াল পড়াশুনার পাশাপাশি এখন ভাষা নিয়েই মজে আছে। তার লক্ষ্য, পৃথিবীর সব ভাষা রপ্ত করা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর