নরসিংদীর ৮ টি ইউনিয়ন পরিষদে এ্যাম্বুলেন্স হস্তান্তর

নাজমুল হাসান জনী, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নাগরিক সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে জেলার আটটি ইউনিয়ন পরিষদকে এ্যাম্বুল্যান্স হস্তান্তর করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব এ্যাম্বুল্যান্স হস্তান্তর করেন।

এ্যাম্বুলেন্স প্রাপ্ত ইউনিয়ন পরিষদগুলো হলো, শিবপুরের পুটিয়া, আইয়ুবপুর, নরসিংদী সদরের শীলমান্দি, পাইকারচর, পাঁচদোনা, আলোকবালী, রায়পুরার শ্রীনগর ও মনোহরদীর একদুয়ারিয়া।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের কাছে দ্রুত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বিশ্ব ব্যাংক ও বাংলদেশ সরকারের এলজিএসপি-৩ প্রকল্পের ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্দ থেকে জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে প্রাথমিক পর্যায়ে তিনটি উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে দুটি নৌ এ্যাম্বুল্যান্সসহ মোট ৮টি এ্যাম্বুল্যান্স হস্তান্তর করা হয়। ইউনিয়ন পরিষদের পক্ষে ইউপি চেয়ারম্যানগণ অ্যাম্বুল্যান্স গ্রহণ করেন।

নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মাহবুব উল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানাসহ অন্যান্যরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর