কৃষকের ধানের ন্যায্য মূল্যের দাবীতে শেরপুর জেলা বিএনপি’র স্মারকলিপি

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: কৃষককের ধানের ন্যায্য মূল্যের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শেরপুর জেলা বিএনপি। ২১ মে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।

এসময় জেলা বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে এডভোকেট সিরাজুল ইসলাম, ফজলুল হক লাভলু, সাইফুল ইসলাম স্বপন, এডভোকেট আব্দুল মজিদ বাদল, এডভোকেট জাহিদুল হক আধার, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, এডভোকেট শাহীন হাসান খান, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট এমকে মরাদুজ্জামান, এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, আক্রামুজ্জামান রাহাত, আব্দুল লতিফ প্রমুখ।

জেলা বিএনপি’র সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষক হাহাকার করছে। তারা উৎপাদন খরচের চেয়ে প্রতি মণে প্রায় ৩শ টাকা কমে ধান বিক্রি করছে। সরকার ধানের মূল্য ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করলেও তার অর্ধেক পাচ্ছে কৃষক। আর বাকি টাকা চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। তাই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম

বন্ধের পাশাপাশি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
অপরদিকে জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরীসহ ৯ দফা দাবীতে বাংলাদেশ রাষ্ট্রায়াত্ব বিভিন্ন পাটকল শ্রমিকরা আন্দোলন করছে। দেশের ২৬টি পাটকল একযোগে লাগাতার ধর্মঘট শুরু হলেও সরকার তাদের যৌক্তিক দাবী মেনে নিচ্ছে না। ১০ থেকে ১৫ সপ্তাহ মজুরী না পেয়ে শ্রমিকরা অর্ধাহার অনাহার মানবেতর জীবনযাপন করছে।

২০১৫ সালের মজুরী কমিশন রোয়েদাদ এখনও বাস্তবায়ন করা হয়নি। অথচ রমজান মাস শুরু হয়েছে, এ মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য কেনার সামর্থ তাদের নেই। কর্মচারীদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমজীবি মানুষের স্বার্থের প্রতি সরকারের কোন ভ্রুক্ষেপ নেই। বরং তাদের উপর শোষনের মাত্রা আরও তীব্র হয়েছে। শ্রমিকরা পাটজাত দ্রব্য উৎপাদন করছে বিনিয়ে তারা মজুরী থেকে বঞ্চিত হচ্ছে। দেশে বৈষম্য ও বরুনা প্রকট আকার ধারণ করেছে। আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি শেরপুর জেলা পক্ষ থেকে পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবীগুলি সরকারকে মেনে নেয়ার জন্য আহ্বান জানাই।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর