পটুয়াখালীতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের কর্মশালা

মোঃ মিজানুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি: ফ্যামিলি প্লানিং – ফিল্ড সার্ভিসেস ডেলিভারীর আওতায় জেলা উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে গতিশীল আনয়নের লক্ষ্যে সরকারী- অসরকারী প্রতিনিধিদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত।

আজ ২০ মে সোমবার সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালের সভাকক্ষে পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ তৈয়বুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) ডাঃ মোঃ সরোয়ার বারি, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাস( শিক্ষা-আইসিটি) মোঃ জিয়াউর রহমান।

কর্মশালার উদ্দেশ্য, করনীয় ও লক্ষ্য এবং অর্জন বিষয়ক সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করে আলোচনা করেন ফ্যামিলি প্লানিং – ফিল্ড সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ নিয়াজুর রহমান ও পেুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ রোকনউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান।

অংশগ্রহন কারীদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র প্রতিনিধি এসএম মতিন মাহমুদ, দশমিনা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ গোলাম মোস্তফা, এসডিএ নির্বাহী পরিচালক কে.এম এনায়েত হোসেন, সাংবাদিক জালাল আহমেদ, হেলথ কেয়ার ক্লিনিকের ম্যানেজার ছিদ্দিকুর রহমান প্রমুখ। কর্মশালায় শতাধিক সরকারী অসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।

বক্তারা মাঠ পর্যায়ে জনসংখ্যা নিয়ন্ত্রনে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে আরো আন্তরিক হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর