পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মো. আমানুল্লাহ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামের মো. অলিউল্লাহ হাওলাদারের পুত্র সবার অগোচরে পানিতে পরে যায়। স্থানীয়রা ওই শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুত্যু ঘোষণা করেন। মৃত্যু শিশুটির পারিবারিক সূত্রে যানা যায়, শিশুটি দুপুরে নিজ বাড়ির পুকুর পাড়ে খেলতে ছিল। তাকে না দেখতে পেয়ে অনেক খোজা-খুজির পর পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক শংকর কুমার পাল জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার তার আগেই মৃত্যু হয়েছে।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।