আল হেরা ফাউণ্ডেশনের ১২বছর পূর্তিতে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরার আল হেরা ফাউন্ডেশন ২০০৭ সালে সাতক্ষীরা সদরের রসুলপুর পূর্ব পাড়া জামে মসজিদে প্রতিষ্ঠিত হয়। ১২বছর পূতি উপলক্ষ্যে আল হেরা ফাউণ্ডেেশনে ক্বেরাত, নামাজ ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সদরের রসুলপুর পূর্ব পাড়া জামে মসজিদে বিভিন্ন মক্তবের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। রসুলপুর পূর্ব পাড়া জামে মসজিদের বর্তমান সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে আব্দুল্লা আল মাসুমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন সাতক্ষীরা আহছানিয়া মসজিদ এর পেশ ইমাম জাহাঙ্গীর আলম। সর্বমোট ৩৯ জন ছেলে ও মেয়ে শিশু উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিাতার বিষয় ছিল ক্বেরাত ছেলে, ক্বেরাত মেয়ে, নামাজ প্রদর্শনী ছেলে, নামাজ প্রদর্শনী মেয়ে, ইসলামী সংগীত ছেলে ও মেয়ে।

উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা জাকির হুসাইন ও হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত। এই সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ তাজবীর আলম, আজিজুল ইসলাম, বিপুল, ছাব্বির, সোহেল, হাফিজুল সহ শিশু কিশোরদের অভিভাবকেরা। পবিত্র মাহে রমজানে আল হেরা ফাউণ্ডেশনের এ ধরনের আয়োজনে ধর্মীয় শিক্ষার প্রসার হবে এবং শিশু কিশোররা ইসলামী সংস্কৃতি চর্চায় আরও উৎসাহিত হবে আশা করেন অভিভাবকেরা। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামী ২২শে রমজানের পর সাতক্ষীরা প্রেসক্লাব থেকে পুরস্কার এবং অসহায় দুস্থদের মাঝে ছাগল, সেলাই মেশিন, এতিমদের মাঝে নতুন জামা, গাছের চারা, খাতা, কলম সেমাই, চিনি, প্রদান করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর