তালায় তথ্য অধিকার আইন বিষয়ক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কমপ্লেক্সের সামনে উক্ত সভা অনুুষ্ঠিত হয়।

তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশন সচিব মোঃ তৌফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, তথ্যপ্রাপ্তি সহজ করতে সরকার তথ্য অধিকার আইন ২০০৯ প্রণয়ন করছে। এই আইনের মাধ্যমে জনগন সরকারি ও বে-সরকারি সকল দপ্তর থেকে সব ধরনের তথ্য জনগন জানতে পারবে। এই আইনের প্রয়োগ যত বেশী হবে সমাজ থেকে দূর্নীতি তত দ্রুত কমে যাবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আমিনুর রহমান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর