ঘিওরে চাকুরী স্থায়ীকরণের দাবীতে কলম-বিরতী

মানিকগঞ্জ ঘিওরে চাকুরী স্থায়ী করনের দাবীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের কলম-বিরতী কর্মসূুচি শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। রবিবার উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও মানববন্ধব কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নকল নবিস এসোসিয়েশনের শিরিন সুলতানা, মাজেদা আক্তার, জাহিদ মিয়া, নাছিমা আক্তার, রমেন সরকার, শিল্পী আক্তার, শফিকুল ইসলাম, দীপ চন্দ, সীমা আক্তার, মোঃ মহাসিন মিয়া, প্রীতি আমিন, রুপা আক্তার, ফারজানা বেগম প্রমুখ।

বক্তাগণ বলেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সনের রেজিষ্ট্রেশন বিভাগের নকল নবিসদের চাকুরী স্থায়ী করণের ঘোষনার বাস্তবায়ন করার এসোসিয়েশন দেশব্যাপি অনির্দিষ্টকালের যে দাবী আদায়ের কর্মসূচী গ্রহণ করেছেন,সে দাবীর প্রতি সমর্থন দিয়ে কলম বিরতীর কর্মসূচী পালন করছে ঘিওর উপজেলার নকল নবিস এসোসিয়েশন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর