শেরপুর জেলা শহরের পৌর সভার সজবরখিলা মহল্লায় সাবেক মহিলা কাউন্সিলর বিলকিস আক্তার (৪০) কে ১৮ মে শনিবার রাত ৯টার দিকে একই মহল্লার মাদকসেবী মোঃ এনামুল হক (৩০) নামে এক যুবক কর্তৃক কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
পরে আহত বিলকিস আক্তারকে এলাকাবাসী উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। মাদক সেবী এনামুল হক সজবরখিলা মহল্লার মোঃ মোবারক হোসেনের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, সজবরখিলা মহল্লার হাজী মোঃ মমতাজ উদ্দিনের স্বামী পরিত্যাক্তা মেয়ে পৌরসভার সাবেক কাউন্সিলর বিলকিস আক্তারের সাথে একই মহল্লার মোঃ মোবারক হোসেনের ছেলে মোঃ এনামুল হক বিলকিস আক্তারের বাসার ভাড়াটিয়াদের উত্যাক্ত করে আসছিল।
এসব ঘটনায় বিলকিস আক্তার মাদকসেবী এনামুল হকের বিরুদ্ধে এলাকাবাসী এবং তার বাবাকে জানালে পূর্ব শক্রতার ও এরই জের ধরে মাদক সেবী এনামুল হক শনিবার রাতে বিলকিস আক্তারকে ধারালো অস্ত্রদিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।
এঘটনায় আহত বিলকিস আক্তারের মেয়ে লুবনা জাহান মিম বাদী হয়ে মাদকসেবী এনামুল হকের বিরুদ্ধে শনিবার রাতেই সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।সাবেক কাউন্সিলর বিলকিস আক্তারকে কুপিয়ে জখম করার ঘটনার বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।