ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী জাটিগ্রাম শাহ্ আরজানিয়া জামে মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষক মোঃ আসলাম মোল্যার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আসামীদের অবিলম্বে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৮মে) বিকাল ৫টার দিকে জাটিগ্রাম বাজারে এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের নেতাকর্মী ও এলাকার শত শত সাধারন মানুষ অংশ নেয়।
এসময় বক্তৃতা প্রদান করেন- গোপালপুর বাজার জামে মসজিদের ইমাম মাও আমিরুল ইসলাম, মিঠাপুর মাদ্রাসার মুহতামিম মুফতী সিরাজুল ইসলাম,চান্দড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও আমিনুল্লাহ্,আলফাডাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার তামিম আহমেদ,জাটিগ্রাম ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল মিয়া, জাটিগ্রাম ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হান্নান মোল্যা, স্থানীয় আওয়ামীলীগ নেতা সানোয়ার মিয়া ও যুবলীগ নেতা মনির মোল্যা প্রমুখ।
বক্তারা মাদ্রাসা শিক্ষক মোঃ আসলাম মোল্যার ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, কুচক্রী মহল ও দুষ্কৃতকারীরা ইমামের ওপর যে হামলা ও নির্যাতন করেছে, তা কোনোভাবেই কাম্য নয়। মসজিদের ইমামের মর্যাদা যাতে কেউ ভণ্ডুল করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তারা।এসময় মানবন্ধনে অংশ নেয়া সকলে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর দাবী করেন।
উল্লেখ্য, গত ১১মে ইমাম আসলাম মোল্যা পবিত্র কোরআন শরীফ পাঠরত অবস্থায় হামলার স্বীকার হন।