বাংলাদেশ নিয়ে যা বললেন রমিজ রাজা

রেমন রেইফারের করা ২৩তম ওভারের পঞ্চম বলে মাহমুদউল্লাহ রিয়াদের করা কভার ড্রাইভ বাউন্ডারি ছোঁয়ার আগেই জয়োৎসব শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশ শিবিরে। হবেই না কেন? আগের ওভারেই ৩ ছক্কা ও ১ চারের মারে ২৫ রান তুলে ম্যাচ যে প্রায় জিতেই নিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

তাই তো মাহমুদউল্লাহর ‘উইনিং শট’-এর আগেই জেতার উল্লাস শুরু করে দিতে পেরেছিল বাংলাদেশ। তবে সে উইনিং শটের মাহাত্ম্য আবার অন্যরকম। কারণ মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসা সেই চারের মারেই যে ৯ বছর ও ৬ ফাইনালের আক্ষেপ ঘুচিয়ে, শিরোপা খরা কাটিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কোনো বহুজাতিক টুর্নামেন্টে।

বাংলাদেশের এমন জয়ের পর সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে বাংলাদেশই এগিয়ে থাকবে।’

তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলে বাংলাদেশ। সবশেষ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে তারা। এমনকি নিজেদের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশও করেছে পাকিস্তানকে। তাই বিশ্বকাপে পাকিস্তান দলকে বাংলাদেশের ব্যাপারে বেশ সতর্ক থাকতে হবে।’

রমিজ রাজ বলেন, ‘কাগজে কলমে হয়তো বাংলাদেশকে শক্তিশালী ধরা হবে না, তবে তারা নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে। যেকোনো কিছু করার সামর্থ্য রয়েছে মাশরাফি বাহিনীর।’

এ সময় ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের কথা মনে করেন রমিজ রাজা।

এটা বিশ্বকাপ প্ল্যাটফর্মে দুই দলের মধ্যে একমাত্র সাক্ষাৎ। আর প্রথম সাক্ষাতেই হেরেছে পাকিস্তান।

৯৯ এর বিশ্বকাপের সেই দিনটিতে নর্দাম্পটনে খালেদ মাহমুদ সুজনের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ ৬২ রানে হারায় সেবারের টপ ফেভারিট পাকিস্তানকে।

সে কথাই স্মৃতিচারণ করেন রমিজ রাজা।

তিনি বলেন, ‘বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশই পাকিস্তানের চেয়ে এগিয়ে। এ দুই দল বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল। আর সে ম্যাচটি পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী দলকে বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।’

এরপর রমিজ রাজা ২০ বছর সামনে এসে বর্তমানের দিকে তাকাতে বলেন।

তিনি বলেন, ‘বেশ কয়েক বছর ধরে ওয়ানডে ফরমেটে বেশ ভালো খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও দুর্দান্ত। ’

সে হিসাবে বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়েই থাকবে বলে মন্তব্য করেন রমিজ রাজা।

প্রসঙ্গত আগামী ৫ জুন লর্ডসে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে লাল সবুজের বাংলাদেশ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর