শিক্ষার মান উন্নয়ন না হলে প্রতিযোগিতার পৃথিবীতে টিকতে পারবোনা-বেগম মতিয়া চৌধুরী

যদি শিক্ষার মান উন্নয়ন না হয় তাহলে আগামীদিনের পৃথিবীতে প্রতিযোগিতায় টিকতে পারবোনা। তাই মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের প্রণোদনা দেওয়া হচ্ছে। লেখাপড়ায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে টপ টেন যারা তাদের থ্রি-পিছ দেওয়া হচ্ছে। বিদ্যালয় গুলোতে টপ টেন এ আসার প্রতিযোগিতা করছে শিক্ষার্থীরা।

১৮ মে শনিবার বাংলাদেশ আওযামীলীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী শেরপুর-২ আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাধ্যমিক স্কুল, মাদরাসার শিক্ষার্থী ও নারীদের মাঝে শাড়ী বিতরণকালে এসব কথা বলেন।

এমপি আরো বলেন, কষ্টের ভিতরেও প্রধানমন্ত্রীর সন্তানরা অমানুষ হয়নি। জয় পুতুল আর্ন্তজাতিকভাবে তাদের নাম আছে। এদিকে খালেদা জিয়ার সন্তান তার কোন ডিগ্রী নেই কদম আলী ডাক্তার। শেখ হাসিনা হাওয়া ভবন করে নাই। সন্তানদের মানুষ করেছে। দেশটারেও মানুষ করতে চায়। বেগম মতিয়া চৌধুরী তার নিজস্ব তহবিলের অর্থায়নে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নের টপ টেন মেধাবী ১২০ জন শিক্ষার্থী ও ৪শ’ জন গরীব অসহায় নারীদের মাঝে ঈদের শাড়ী বিতরণ করেন।

এসময় বেগম মতিয়া চৌধুরীর সাথে ছিলেন-সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া বুলু, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক ওয়াজকুরুনী,সাংগঠনিক সম্পাদক- আব্দুল লতিফ, আসমতারা আসমা, ফারুক হোসেন বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর