লক্ষ্মীপুরে বিশ্ব টেলিযোযোগ ও তথ্য সংঘ দিবস পালিত

“টেলিযোগাযোগে প্রমিতকরণের ক্ষেত্রে বৈষম্য হ্রাস” এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের মুক্ত মে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন উপ পরিচালক জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার।

এসময় কালেক্টরেট ভবনে সহকারী কমিশনার বৃন্দ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর