কক্সবাজারের পেকুয়ায় চিংড়ি জোন খ্যাত এলাকা বিছাখালীর চিংড়ি ঘেরে ডাকাতি অভিযোগ পাওয়া গেছে। এতে মাছসহ অর্ধালক্ষাধিক টাকার মালামালসহ লুট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদ্বিয়া এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তারা হলেন বদরখালী ইউনিয়নের ১নং ব্লকের মাঝের পাড়া এলাকার মনুর আলমের পুত্র সেকান্দর বাদশা(২৮), চিংড়ি ঘেরের কর্মচারী ও মাতারবাড়ি রাজঘাট এলাকার মোঃ হারুণ (৩০) ও মোঃ রশিদ(২৮)। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিংড়ি ঘেরের মালিক মনুর আলম জানান, প্রতিদিনের ন্যায় আমার ছেলে সেকান্দর বাদশা চলিত জোঁ (ভরাতিতিতে) চিংড়ি ঘেরে দুইজন কর্মচারীসহ ঘেরে পাহারা দিচ্ছিলেন। রাত যখন গভীর হয় তখন করিয়ারদিয়া পুরান ঘোনা এলাকার মৃত মোঃ কালুর পুত্র বাবুল ও রফিক উদ্দিনের পুত্র শাহাজানের নেতৃত্বে ১০/১২ জনের ডাকাতদল হানা দিয়ে মাছ লুট করে নিয়ে যাওয়ার সময় বাঁধা প্রদানের চেষ্টা করলে আমার ছেলে বাদশা ও দুই কর্মচারীকে বন্দুকের বাট, হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করে। তাদের আত্ন- চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসতে দেখে ডাকাতদল দ্রুত পালিয়ে যায়।
এ ব্যপারে পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভুঁইয়া জানান, ডাকাতি সংঘটিত হওয়ার ব্যাপারে কেউ লিখিত অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।