প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক গ্রেফতার

শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করেছিলো মানিকগঞ্জের সাটুরিয়ার আনোয়ার হোসেন (৪০) নামে এক যুবক। এর পরেই সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাসুদ খান জুম্মা বাদি হয়ে আনেয়ারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। শুক্রবার ভোরে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ পিকআপ ড্রাইভার উপজেলার কাওন্নারা গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, গ্রেফতার আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে তা ফেসবুকে পোস্ট করে আসছিলো। অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদি মাসুদ খান বলেন, প্রধানমন্ত্রী দেশকে উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশ পরিনত হয়েছে। তার ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার করায় বাদি হয়ে মামলা করেছি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর