তিতাসে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও এতিমদের ঈদ বস্ত্র বিতরণ

কুমিল্লার তিতাস উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও এতিমদের ঈদ বস্ত্র বিতরণ করেছে স্থানীয় একটি সংগঠন। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ মাঠে মেধার বিকাশ সমাজকল্যাণ-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এবং রোজ কফির মালিক শফিউল বাশার এর অর্থায়নে মেধাভিত্তিক পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তি প্রদান ও এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

তিতাস,হোমনা,মেঘনা ও দাউদকান্দি এ ৪টি উপজেলার ৪০জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন এবং ৩৫০ জন এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।সংগঠনের সভাপতি মো. কামাল পারভেজ ডালিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম এর স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি শাজাহান আলী ভূইয়া, এস এম শাফউল বাশার, মাসুদ রানা মাছুম,জিন্নাত আলী,মনিরুজ্জান,মজিবুর রহমান মজিবসহ সংগঠনের নেতৃবৃন্দ
সংবাদের সাথে ছবি আছে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর