টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণ মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস মিয়াকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। বুধবার রাতে পৌর এলাকার ইউনিয়ন পাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলহাস মিয়া উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মো. আলাল মিয়ার ছেলে।
মামলার অভিযোগে বলা হয়, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামের কিশোরী (সম্পর্কে জুলহাসের ভাতিজীর মেয়ে) দীর্ঘদিন ধরে জুলহাস এর বাসায় থাকতেন। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছরের বেশি সময় ধরে ধর্ষণ করেন জুলহাস। সর্বশেষ গত ৬ মে রাত সাড়ে ১১টার দিকে জুলহাস তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় বুধবার ওই কিশোরী মির্জাপুর থানায় গিয়ে জুলহাসের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ওই রাতেই পুলিশ ইউনিয়ন পাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
আজ শুক্রবার সকালে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, মেডিকেল চেকআপের পর আদালত কিশোরীকে তার মায়ের জিম্মায় দিয়ে দেন এবং আদালতের মাধ্যমে জুলহাসকে জেল হাজতে পাঠান।