‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বো সোনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে কৃষকের উৎপাদিত ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্য মূল্য নির্ধারণের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে লক্ষ্মীপুর জেলা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় মানববন্ধনে কৃষিখাতে পর্যাপ্ত ভূর্তুকি প্রদান এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরারও দাবী জানানো হয়।
সংগঠনটির জেলা সমন্বয়ক হৃদয় কর্মকার এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে ব্যক্তব্য রাখেন, ইমতিয়াজ আহমেদ, রিজন হোসাইন, শাহেদ সরওয়ার, সৈয়দ নূর হোসেন ফাহাদ, ইসমাইল হোসেন রাসেল, সহ অন্যান্য সদস্যবৃন্দ। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহন করেন।
বক্তারা জানান, কৃষকের কৃষি পন্যের ন্যায্য মূল্য থেকে বি ত করা হচ্ছে। ১মন ধান উৎপাদন করতে একজন কৃষকের ব্যয় হয় ৮/৯শ টাকা। কিন্তু তাদের ধানের দাম দেওয়া হয় ৫শ-৬শ টাকা। এতে কৃষকদের বি ত করা হচ্ছে তাদের অধিকার থেকে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের অধিকার ফিরিয়ে দিতে ধানসহ সকল কৃষি পণ্যের নায্য মূল্য নির্ধারণে সরকারের কাছে জোর দাবি জানান বক্তরা।