বাংলাদেশ এখনো কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট জিততে পারেনি। হয়তো আয়ারল্যান্ডের মাটিতে সেই জয়ের খরা কেটেও যেতে পারে।
আর সেই আশায় বুক বেঁধে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইতো ডাবলিনে মাশরাফিদের ফোন করে সাহস যোগালেন। বলেছেন, চ্যাম্পিয়ন হওয়াই শেষ কথা নয়, মন উজার করে খেলাই গুরুত্বপূর্ণ।
“মাননীয় প্রধানমন্ত্রী দলকে শুভকামনা জানিয়েছেন। বলেছেন, টেনশন না করে মন খুলে খেলতে। চ্যাম্পিয়ন হতেই হবে এমন কোনো কথা নেই।”
কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে টাইগাররা এ যাবত ছয় বার ফাইনাল খেলেছেন। এরমধ্যে একটি ছাড়া বাকি সব কয়টা ম্যাচ খুব কাছ থেকে হেরেছে। এই জয়ের খরা কাটাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে মাশরাফি-সাকিবরা।