নিউইয়র্কের পথে বলিউড বাদশাহ!

শাহরুখ খানকে বলা হয় বলিউডের বাদশাহ। কিন্তু বলিউডের বাদশাহ না বলে এখন বোধ হয় তাঁকে বলিউডের ‘সাবেক’ বাদশাহ নামে ডাকার সময় এসে গেছে। পরপর তিনটি ছবি ফ্লপ গেল। ‘রইস’, ‘যব হ্যারি মেট সেজাল’-এর পর সর্বশেষ ‘জিরো’ নিয়ে আশায় বুক বেঁধেছিলেন তিনি। কিন্তু আনুশকা শর্মা বা ক্যাটরিনা কাইফের মতো বড় বড় তারকাকে সঙ্গে নিয়েও পার হতে পারেননি বৈতরণি। প্রাপ্তির খাতায় ‘জিরো’ এই বাদশাহকে দিয়েছে বড় একটা রসগোল্লা।

অনেক ভেবেই এই ছবির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে ভাবনায় গলদ ছিল তাঁর। তাই নতুন করে ভাবতে বসেছেন। ভেবে কী পেলেন, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আপাতত নিউইয়র্কের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। সেখানে ‘ডেভিড লেটারম্যান শো’তে দেখা যাবে তাঁকে। ডেভিড লেটারম্যান প্রখ্যাত মার্কিন টিভি সঞ্চালক, কমেডিয়ান, লেখক এবং প্রযোজক। দীর্ঘ ৩৩ বছর ধরে লেট নাইট টেলিভিশন প্রোগ্রাম করছেন। কিন্তু শাহরুখ খান যে শোতে যোগ দেবেন, তা জানা যায় নেটফ্লিক্স থেকে। তাই প্রথমবারের মতো নেটফ্লিক্সে দেখা যাবে শাহরুখ খানকে।

মুম্বাই থেকে নিউইয়র্কের পথে উড়াল দিয়ে সেই ঘটনা শাহরুখ খান ভক্ত ও অনুসারীদের জানাতে হাতে তুলে নিয়েছেন টুইটার। লিখেছেন, ‘অন্য শহরের উদ্দেশে উড়াল দিলাম। এমন একটা শহর, যা কখনো ঘুমায় না। আমার মতো কাউকে আমন্ত্রণ জানানো কিন্তু দারুণ ব্যাপার। ডাকছে নিউইয়র্ক।’

ডেভিড লেটারম্যানের এই শোতে এর আগে কোনো ভারতীয় অতিথিকে দেখা যায়নি। ভক্তরা তাই দারুণ উত্তেজিত। এখন পর্যন্ত শাররুখের এই টুইটে মন্তব্য করেছেন ৫ হাজার ৭২৭ জন। তাঁরা এই দুই তারকার অ্যাপিসোড থেকে বস্তাভর্তি বিনোদন আশা করছেন। নিশ্চয়ই তাঁদের নিরাশ করবেন না এই দুজন তারকা।

এই শোর প্রথম সিজনে বারাক ওবামা, জর্জ ক্লুনি, মালালা ইউসুফজাই এবং জেরি শেনফেল্ডের মতো আন্তর্জাতিক তারকাকে দেখা গেছে। এবার শাহরুখ খান নিজের নাম তুলতে যাচ্ছেন সেই তালিকায়।

শুধু শোতে নয়, স্রোতের সঙ্গে তাল মিলিয়ে নেটফ্লিক্সের ওয়েব সিরিজেও দেখা যাবে এই তারকাকে। শাহরুখ খান আর ইমরান হাশমি অভিনীত ‘বার্ড অব ব্লাড’ নামের এই ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছে গত বছর অক্টোবরে, জম্মু ও কাশ্মীরে। বিলাল সিদ্দিকির সর্বাধিক বিক্রীত উপন্যাস ‘বার্ড অব ব্লাড’ অবলম্বনে আট পর্বের এই সিরিজ তৈরি করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর