বিশ্বকাপে উইন্ডিজ তারকাকে থামানোর পরিকল্পনা তৈরি যাদবের

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক জনের সময়টা মোটেই ভালো যায়নি। এমনকি মার খেয়ে মাঠেই কেঁদেছিলেন।বলছি কেদার যাদবের কথা।রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিপক্ষে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর হাতে কি কেলানটা খাইলেন।সে দিন এক ওভারে খরচ করেছেন ২৭ রান।

অন্যজন গেল আইপিএলে ছিলেন স্বপ্নের ফর্মে।বলছি ক্যারিবীয়ান তারকা আন্দ্রে রাসেলের কথা।বল হাতে রাসেলের বিপরীতে যে বোলারই এসেছেন গ্যালারির ওপারে পাঠিয়েছেন মাসুলম্যান।এবার আসন্ন বিশ্বকাপে সেই রাসেলকে থামানোর পরিকল্পনা নিয়েছেন কেদার যাদব।

আইপিএলে মোটেও ভাল পারফর্ম করতে পারেননি। কলকাতা নাইট রাইডার্স দল থেকেও বাদ পড়তে হয়েছিল। যদিও তা নিয়ে ভাবছেন না চায়মান্যান স্পিনার। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কুলদীপ। বলে দিলেন, ‘‌টি-টোয়েন্ট আর একদিনের ক্রিকেট এক নয়। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে চাপ থাকে না। কিন্তু দেশের হয়ে খেলার সময় চাপটা দ্বিগুণ হয়ে যায়। মাঠে নেমে পারফর্ম করাটা কঠিন। তবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখাটাই আসল। রিস্ট স্পিনার হিসেবে দলে রয়েছি আমি। আইপিএলের ফর্ম বিশ্বকাপে কোনও প্রভাব ফেলবে না।’‌ দলে রোহিত, বিরাট, ধোনির মতো সিনিয়ররা রয়েছে।‘

কুলদীপ মনে করেন, ‘‌গত কয়েক বছরে আমরা ভাল খেলছি। মিডল অর্ডারে বিরাট ভাই ও মাহি ভাই দায়িত্ব নিয়ে খেলছে। ওপেনিংয়ে রোহিত ভাই রয়েছে। আর উইকেটের পিছনে ধোনি ভাই তো অসাধারণ।’‌

আইপিএলে একই দলে ছিলেন রাসেল ও কুলদীপ। বিশ্বকাপে খেলতে হবে রাসেলের বিরুদ্ধে। কোনও বিশেষ প্ল্যান রয়েছে রাসেলকে থামানোর?‌ কুলদীপ বলছিলেন, ‘‌রাসেলের জন্য আমার প্ল্যান তৈরি। স্পিনারদের বিরুদ্ধে রাসেল স্বস্তিতে থাকে না। বল ঘুরলে রাসেলের সমস্যা হবেই।’‌

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর