মুহিব ও তার পরিবারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

কাজী মুহিব হাসান, তার মা ও বোনের সন্দেহজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবীতে বৃহঃস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্রসমিতির উদ্যোগে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন আহমদ, কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রোমেজা খানম, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, কৃষি বিপনন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য রাজধানীর উত্তরখানের একটি বাসা থেকে গত রোববার রাত সোয়া ১০টার দিকে কাজী মুহিব হাসান (২৮), তার মা জাহানারা বেগম মুক্তা (৪৮) ও বোন তাসফিয়া সুলতানা (২০)’র মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর উত্তরপাড়ায়।

প্রায় সপ্তাহখানেক আগে ভৈরবের বাসা ছেড়ে তাঁরা তিনজন ঢাকার উত্তরখানের বাসায় উঠেছিলেন।ঘর থেকে পুলিশের উদ্ধার করা একটি চরকুটে তাদের মৃত্যুর জন্য ভাগ্য এবং আত্মীয়-স্বজনকে দায়ী করা হয়েছে।

উল্ল্যেখ্য, কাজী মুহিব হাসান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর