ক্রিকেটমোদীদের পঞ্চপাণ্ডবের দারুন উপহার!

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলতে টাইগার টীম আছে সেখানে। অপরাজিত হ্যাট্রিক জয়ে উঠেছে ফাইনালে। আর সেই ফাইনালের আগেই বাংলার ক্রিকেটমোদিরা পেলো পঞ্চপাণ্ডবের দারুন উপহার।

বাংলার পঞ্চপাণ্ডব। বললেই ভেসে উঠবে পাঁচজনের ছবি! মাশরাফি, সাকিব, মুশফিকুর, তামিম ও মাহমুদুল্লাহ। পঞ্চপাণ্ডবের সুস্থ থাকা মানে কোটি কোটি ক্রিকেটমোদীদের মুখে হাসি!

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে এমনই একটি ছবি উপহার দিয়েছেন পঞ্চপাণ্ডব। মুশফিকুর রহিম প্রথম ছবিটি ফেসবুকে দেন। পরে মাহমুদুল্লাহ রিয়াদও নিজ পেজে তা শেয়ার করে।

ছবিতে দেখা যায়, হোটেলের বিছানায় গল্প করছেন পাঁচজন। পাঁচজনের মধ্যমণি অধিনায়ক মাশরাফি। তাঁর ডানেই আছেন ওপেনার তামিম। অন্যপাশে আছে মাহমুদুল্লাহ, মুশফিক ও সাকিব। সবার মুখেই হাসি।

বিশ্বকাপের আগে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। যাদের এরইমধ্যে দুইবার হারিয়েছে মাশরাফির দল।

এ নিয়ে সপ্তমবারের মত কোনো সিরিজের ফাইনাল খেলবে বাংলাদেশ। এর আগে চারটি ওয়ানডে এবং দুইটি টি টোয়েন্টির ফাইনালে উঠে বাংলাদেশ। তবে একবারও শিরোপার স্বাদ নেওয়া হয়নি বাংলাদেশের। পঞ্চপাণ্ডবকেও তাই থাকতে হয়েছে হতাশায়।

তবে ফাইনাল জয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মাশরাফি। তবে সাকিবকে নিয়ে একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সাকিব। প্রাথমিক পরীক্ষায় গুরুতর কিছু না পেলেও শঙ্কা যাচ্ছে না। তবে জানা গেছে ফাইনাল খেলার সিদ্ধান্তটা সাকিবের ওপরই ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

তবে বাংলার ক্রিকেটমোদীরা পঞ্চপাণ্ডবের বিস্তৃত হাসি চায়। পঞ্চপাণ্ডবের হাত ধরে আগামীকালের অধরা শিরোপাটা ঘরে এলে ছবিটা সত্যিই একটা বিরাট ইতিহাস হয়ে যাবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর