ফেনীতে কৃষকের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। ধান সংগ্রহ করা হবে ৮৭৩ মেট্রিক টন। প্রতি কেজি ধান ২৬ টাকা দরে মণপ্রতি কৃষককে এক হাজার ৪০ টাকা প্রদান করা হচ্ছে। ধানের ন্যায্যমূল্য পেয়ে কৃষকেরাও বেশ খুশি। বৃহস্পতিবার (১৬ মে) জেলা খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোঃ জয়েন উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম এন আবদুল্লাহ আল মামুন, প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ শাহীন মিয়াসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ।
জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার ফেনী সদরে ২৬৩, ছাগলনাইয়ায় ১৫৯, দাগনভূঞায় ১৯০, পশুরামে ৯৪, ফুলগাজীতে ১৩৪ ও সোনাগাজীতে ৩৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া কেজি ৩৬ টাকা দরে ফেনী জেলায় চাল সংগ্রহ করা হবে ২ হাজার ৯৪২ মেট্রিক টন।