‘খাঁটি গাওয়া ঘি’ তৈরির মূল উপাদান, ‘ফেবিকল’

ফেবিকল গাম, পাম অয়েল, সুজি এবং ক্ষতিকারক রঙের সঙ্গে ফ্লেবার মিশিয়ে তৈরি করা হচ্ছে ‘খাঁটি গাওয়া ঘি’।অত্যাধুনিক মেশিনে টিনের কৌটাজাত করে নামি-দামি কোম্পানির মোড়কে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বাজারজাত করছে।হাটহাজারী পৌর এলাকার এগার মাইল নাজির পাড়ায় একটি ভাড়া বাসায় এই ভেজাল ঘি তৈরি হচ্ছে।

মঙ্গল ও সোমবার ভেজাল ঘি তৈরির দুটি কারখানায় অভিযানে চালিয়ে দু’হাজার ৭শ’ লিটার ভেজাল ঘি, সাড়ে ৬হাজার কৌটা, ৭০ কেজি ডালডা, ৫০ কেজি ক্ষতিকারক কেমিক্যাল, রঙ ও ঘি তৈরির নানা ভেজাল সরঞ্জাম জব্দ করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের ভ্রাম্যমাণ আদালত।
রুহুল আমিন বলেন, ভেজালবিরোধী অভিযান চলবে দুর্বার গতিতে।অভিযান আরো বেশি জোরদার করা হবে।খাদ্যে ভেজালকারীদের সতর্ক করে তিনি বলেন, তারা যেন সাবধান হয়ে যায়।তারা যেন সুপথে ফিরে আসেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর