নারায়ণগঞ্জে চাঁদাবাজের বিষয়ে তদারকি করা হবে: এসপি

ব্যবসা-বাণিজ্যর একটি সুনাম খ্যাত অ ল হিসেবে বেশ পরিচিত নারায়ণগঞ্জ। এ শহরে কোন ব্যবসায়ী যেন কোন চাঁদাবাজের ঝামেলায় না পড়েন সে নিবিড় তদারকি করা হবে পুলিশের পক্ষ থেকে। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যাবসা-বাণিজ্য করতে পারে সেজন্য এডিশনাল এসপিসহ থানার ওসি সাহেবরা মাঠে থাকবেন বলেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ।

আজ (১৬ মে) বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেসব্রিফিং করে এসব কথা বলেন পুলিশ সুপার হারুন অর রশীদ। এসময় তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ঈদকে সামনে রেখে সড়ক ও মহাসড়কের যানজট নিরশনে অতিরিক্ত পুলিশ ডাবল শিফটে কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, সুবাস চন্দ্র সাহা, মেহেদী ইমরান সিদ্দীকি প্রমূখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর