বিশ্বকাপে অভিজ্ঞদের ৮ জনের ৪ জনই বাংলাদেশের

ঠিক দুই সপ্তাহ পরেই মাঠে গড়াবে ক্রিকেটের মেঘা আসর। ৩০ মে, থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের মহারণ। একাধিক ক্রিকেটারের কাছে এটাই এবার শেষ বিশ্বকাপ।আবার অনেক নবীনের কেতন উড়বে হয়তবা।বার্তাবাজারের পাঠকদের জন্য আজকের আয়োজনে থাকছে এমন ক্রিকেটারদের নাম, যারা বিশ্বকাপে সবচেয়ে বেশিবার অংশগ্রহণ করেছেন।

একনজরে দেখে নেওয়া যাক, সবচেয়ে বেশি বিশ্বকাপ হতে যাচ্ছে যাদের-

এক. ক্রিস গেইলঃ বর্তমান যে কজন ক্রিকেটার রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যাক বিশ্বকাপ খেলতে নামছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস্টোফার হেনরি গেইল। ইংল্যান্ডের মাটিতে এটি গেইলের পঞ্চম বিশ্বকাপ।

এর আগে ২০০৩, ২০০৭, ২০১১, ২০১৫ বিশ্বকাপ খেলেছেন ইউনিভার্সা বস।২০১৯ বিশ্বকাপই সম্ভবত গেইলের ক্যারিয়ারে শেষ বিশ্বকাপ।তাকে সম্মান জানাতে গেইলের হাতে সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে গেইল তৃতীয় ক্রিকেটার যিনি পাঁচটি বিশ্বকাপ খেলতে চলেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ক্যারিবীয়ানদের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা।১৯৯২,১৯৯৬,১৯৯৯,২০০৩,২০০৭ বিশ্বকাপ খেলেছেন লারা। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন শিব নায়ারণ চন্দ্রপল। ১৯৯৬,১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১ বিশ্বকাপে খেলেছেন চন্দ্রপল।

দুই. মহেন্দ্র সিং ধোনিঃ গেইলের মতো ধোনিরও সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। এর আগে ২০০৭, ২০১১,২০১৫ বিশ্বকাপ খেলেছেন ধোনি।যার মধ্যে দুটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন মাহি।জিতেছেন ২০১১ ক্রিকেট বিশ্বকাপ। ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলেছে ভারত।

ভারতের হয়ে এর আগে ছ’টি বিশ্বকাপ খেলার নজির রয়েছে ক্রিকেটঈশ্বর শচীন টেন্ডুলকারের।১৯৯২, ১৯৯৬,১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১ বিশ্বকাপ খেলেছেন শচীন।

তিন. মাশরাফি বিন মর্তুজাঃ বাংলাদেশের সফল অধিনায়কের এটি চতুর্থ বিশ্বকাপ যাত্রা। এর আগে ২০০৩, ২০০৭, ২০১৫ বিশ্বকাপ খেলেছেন নড়াইল এক্সপ্রেস।

চার. সাকিব আল হাসানঃ মাশরাফির মতো সাকিবেরও এটি চতুর্থ বিশ্বকাপ। ২০০৭, ২০১১, ২০১৫ বিশ্বকাপ খেলেছেন সাকিব।

পাঁচ. তামিম ইকবালঃ মাশরাফি-সাকিবের মতো বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের কাছও এটি চতুর্থ বিশ্বকাপ হতে চলেছে। ২০০৭, ২০১১, ২০১৫ এর এবার ২০১৯ সালে চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছেন তামিম।

ছয়. মুশফিকুর রহিমঃ চার নম্বর বিশ্বকাপ খেলতে নামছেন বাংলাদেশের এই লিটল মাস্টারও। ২০০৭, ২০১১, ২০১৫ তিন বিশ্বকাপ খেলেছেন বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান।

সাত. লাসিথ মালিঙ্গাঃ শ্রীলঙ্কার জার্সিতে মালিঙ্গা এবার চুতর্থ বিশ্বকাপ খেলতে নামছেন। ২০০৭, ২০১১, ২০১৫ সালে লঙ্কান শিবিরের বল হাতে বড় হাতিয়ার ছিলেন তিনি। এবার চার নম্বর বিশ্বকাপ খেলবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ এই পেসার।

আট. রস টেলরঃ ইংল্যান্ডের মাটিতে চতুর্থ বিশ্বকাপ খেলতে নামবেন রস টেলর। এর আগে কিউই জার্সিতে ২০০৭, ২০১১, ২০১৫ বিশ্বকাপ খেলেছেন টেলর।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর