বিদায় বলছেন আনুশকা!

শিরোনাম দেখে হয়ত অনেকের ব্রু কুচকে গিয়েছে নিশ্চয়। তবে কি বলিউডকে বিদায় জানাতে বসছেন ‘পিকে’ তারকা? ২০১৮ সালে চার-চারটি সিনেমা করলেন ঠিকই। কিন্তু নিজেকে ঠিক মেলে ধরতে পারলেন না আনুশকা শর্মা। শেষ ছবি ‘জিরো’তেও হিরো হওয়া হলো না।

২০১৮ সালের পরে এখনো নাকি কোনো সিনেমাতেই স্বাক্ষর করেননি এই অভিনেত্রী। অনেকেরই ধারণা, তাই অভিনয় থেকে পাততাড়ি গোটাতে চাচ্ছেন তিনি! করবেনই না কেন। ‘ব্যান্ড বাজা বরাত’ দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রীর বলিউড যাত্রা তো ভালোই ছিল। একে একে করেছেন ‘রিকি ভার্সেস রিকি বহেল’, ‘যব তক হ্যায় জান’, ‘পিকে’-এর মতো ছবি। প্রযোজনায়ও নেমেছেন একপর্যায়ে। কিন্তু ক্রমেই যেন কোথায় আটকে যেতে থাকেন। ছবি নিয়ে আলোচনার থেকে স্বামী বিরাট কোহলির সঙ্গে ট্রল হয়ে আলোচনায় এসেছেন বেশি। ‘বোম্বে ভেলভেট’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘ফিল্লৌরি’, ‘যব হ্যারি মেট সেজাল’ আর ‘পরি’ দিয়ে যেন ঠিক বজায় রাখতে পারছেন না অভিনয়ের লাইন লেন্থ। এরই মাঝে ২০১৭ সালে ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে বিয়ের খবর ছাড়া তাকে নিয়ে আলোচনা খুব কমই হয়েছে। সবকিছু মিলে সিনে মহলের ধারণা, অভিনয়কে তবে বিদায় জানাতে বসছেন এই অভিনেত্রী!

এই প্রশ্নের জবাব নিজেই দিলেন আনুশকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আনুশকা স্পষ্ট জানিয়ে দেন, সত্যিই আপাতত কোনো সিনেমায় কাজ করছেন না।

আনুশকা বলেন, ‘‌আমি মনে করি, একজন অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ারে এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছি, যেখানে কেবল হাতে সময় আছে বলে আমাকে নতুন ছবিতে কাজ করতে হবে এমন কোনো কথা নেই।’

তিনি আরও বলেন, ‘‌গত তিন বছরে আমি প্রচুর কাজ করেছি। এমন এমন চরিত্রে অভিনয় করেছি, যেগুলো মোটেই সহজ ছিল না। এক ক্যালেন্ডার বর্ষে পরী, সুই ধাগা এবং জিরোর মতো ছবি করেছি। যা মোটেই সহজ নয়। কারণ প্রত্যেকটি চরিত্রই আলাদা ছিল। তখন মনে হবেই এবার চুপ করে বসি, এবং সঠিক কাজটি নির্বাচন করি।’

এর পাশাপাশি ওই সাক্ষাৎকারে তিনি এটাও জানান, অভিনয়ের পাশাপাশি প্রযোজকের কাজ করাটাও খুব কঠিন। তবু তিনি সেটা ভালভাবে করার প্রয়াস করছেন।‌‌

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর