মুরাদনগরে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি কর্মশালা

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল ও মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা। কর্মশালার প্রেক্ষাপট বিশ্লেষণ করেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষক শহীদুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীনূর বশির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, শিক্ষা কর্মকর্তা শাহ্ মোহাম্মদ ইকবাল মনসুরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, খ্যাতনামা ব্যাক্তিত্ব, সমাজকর্মী, এনজিওকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ব্যক্তিরা অংশগ্রহন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর