বিশ্বকাপে ব্যাটসম্যানদের ত্রাস হতে পারেন এই পাঁচ বোলার

আর মাত্র দুই সপ্তাহ। তারপরই শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযজ্ঞ। ৩০ মে, থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর।দ্বাদশ আসর নিয়ে চলছে চুল ছেড়া বিশ্লেষণ।কোন বিভাগে কারা এগিয়ে? এবার বার্তাজারের পাঠকদের জন্য আলোচনা করা হলো আসন্ন বিশ্বকাপে এগিয়ে থাকবে এমন পাঁচ বলারের নাম।

একনজরে দেখে নিন বিশ্বকাপে ব্যাটসম্যানদের ত্রাস হতে পারেন কোন পাঁচ বোলার-

কাগিসো রাবাদাঃ উনিশের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে স্বপ্নের ফর্মে ছিলেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ তুর্কী। ১২ ম্যাচে সংগ্রহ করেছিলেন ২৫ উইকেট। স্পিনার ইমরান তাহির আইপিএলের বিসনেস এন্ডে উইকেট সংখ্যা বাড়িয়ে তাকে টপকে না গেলে দ্বাদশ আইপিএল বেগুনি টুপির মালিক হতে পারতেন রাবাদাই। দুরন্ত ইয়ার্কারে বিপক্ষ ব্যাটসম্যানকে ক্রমাগত সমস্যায় ফেলার ক্ষমতা রাখেন প্রোটিয়া এই বোলার। আইপিএলের দুরন্ত ফর্ম ধরে রেখেই বিশ্বকাপ জার্নি শুরু করতে চাইবেন রাবাদা। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে রাবাদা ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে ক্ষমতা রাখেন বলেই মত ক্রিকেটমহলের।ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৬৬টি ওয়ানডে ম্যাচে ১০৬টি উইকেট পেয়েছেন ২৩ বছরের এই তুর্কি।

ক্যারিয়ারে ২০১৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ শিকার ১৬/৬। চার উইকেট নিয়েছেন সাতবার।তাই সবার আগে তাকে রাখায় যথার্ত মনে করছি।

জসপ্রীত বুমরাহঃ বল হাতে কোহলির দলের সেরা অস্ত্র মনে করা হচ্ছে তাকে। ভারতের ইয়র্কার স্পেশালিস্টের শেষ বছরটা দারুণ কেটেছে।অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই বুমরাহ। আইপিএলের ডেথ ওভারেও দারুণ সফল।তার কারণেই এবার শিরোপা জিতেছে রোহিত শর্মার মুম্বাই।

উনিশের আইপিএলে সব মিলিয়ে ১৬ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট। বিশ্বকাপে তাকে নিয়ে তাই প্রত্যাশা তুঙ্গে। ইতিমধ্যেই ৪৯টি ওয়ানডে ম্যাচ খেলে ঝুলিতে নিয়েছেন ৮৫টি উইকেট।সীমিত ওভারের ক্রিকেটে দেশের এক নম্বর পেসার ইংল্যান্ডের মাটিতে অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। এবার বিশ্বকাপের মঞ্চে বুমরাহ কেমন পারফর্ম্যান্স করেন, সেটাই এখন দেখার।

মিচেল স্টার্ক– ইংল্যান্ডের সুইং সহায়ক উইকেটে অজি জার্সিতে সেরা গেম চেঞ্জার হতে পারেন মিচেল স্টার্ক। শেষবার নিজেদের ডেরায় মাইকেল ক্লার্কের নেতৃত্বে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্টার্কের। শেষ বিশ্বকাপে সর্বোচ্চ ২২ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাঁহাতি অজি পেসার।বিশ্বকাপের পরের চার বছরে অবশ্য স্টার্ককে তার ফর্মের ধারেকাছে পাওয়া যায়নি।শেষ কয়েক বছরে একাধিক চোটের কারণে দলের বাইরে গিয়েছেন মিচেল।প্রত্যাবর্তনের পর বিশ্বকাপে বোলিংয়ে অজিদের মূল ভরসা স্টার্কই।

ট্রেন্ট বোল্টঃ শেষবার বিশ্বকাপে স্টার্কের পাশাপাশি ২২ উইকেট তুলে নিয়েছিলেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বোল্ট। উনিশের বিশ্বকাপে এবার ইংল্যান্ডের আবহাওয়ায় সুইং ও গতিতে আরও ভয়ংকর হয়ে উঠতে পারেন কিউই পেসার।

হাসান আলিঃ পাকিস্তানের তরুণ পেসার নিয়ে স্বপ্নে দেখছেন অনেকেই। শেষবার ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৩ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন হাসান। বিশ্বকাপে তাই পাক পেসারকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। এখনও পর্যন্ত ৪৪ টি ওয়ানডে ম্যাচ খেলে ৭৭ উইকেট পেয়েছেন হাসান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর