ছাত্রীর শ্লীলতাহানী, সংঘর্ষে শিক্ষার্থী-কর্মচারী

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় কলেজ গেইটে তালা ঝুলিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

সূত্রে জানা গেছে, বুধবার রাতে ছাত্রী হোস্টেলের এক ছাত্রীকে শ্লীলতাহানী করে বহিরাগত এক যুবক। সেই সময় ছাত্রী হোস্টেলের কোনো কেয়ারটেকার ছিল না।

এমন দাবি করে বৃহস্পতিবার (১৬ মে) সকালে মেডিলেক শিক্ষার্থীদের সাথে হোস্টেলের কেয়ারটেকার কর্মচারী রাজার সাথে বাকবিতণ্ডা হয় এবং মারধর করা হয় তাকে।

পরবর্তীতে এই ঘটনার জেরে কলেজ শিক্ষার্থী ও কর্মচারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হোস্টেলের নিরাপত্তা বাড়ানো সহ বিভিন্ন দাবীতে শিক্ষার্থীরা একদিকে অবস্থান করছে। অন্যদিকে কর্মচারীকে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিচার দাবিতে অবস্থান করছে কর্মচারীরা।

জানা যায়, সমাধানে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেছে হাসপাতাল ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর