আইরিশ ক্যাপ্টেন বিশ্বকাপে এগিয়ে রাখলেন যে দলকে

দুয়ারে কড়া নাড়ছে ইংল্যান্ড এন্ড ওয়ালস বিশ্বকাপ।দ্বাদশ বিশ্বকাপকে কেন্দ্র করে চলছে সাবেক থেকে বর্তমানদের মধ্যে আলোচনা।আসন্ন বিশ্বকাপে কোন দল ফেভারিট এনিয়ে সবাই করছেন ভবিষ্যদ্বাণী ।এ তালিকায় খুব কম সংখ্যক কিংবদন্তি বাংলাদেশের পক্ষে কথা বলেছেন।তবে সবাইকে মাড়িয়ে আইরিশ ক্যাপ্টেন জানিয়ে দিলেন বিশ্বকাপে সেরা তকমা নিয়েই যাচ্ছে বাংলাদেশ।

আয়ার‌ল্যান্ডের দলনেতা ভালো করেই জানেন মাশরাফিদের শীক্তমত্তার কথা। কারণ চলতি তিন চাতীর সিরিজে আইরিশদের মাঠেই কি দুর্দান্ত না খেলছে বাংলাদেশ।তাই পরিসংখ্যান নয়, সরেজমিনে টাইগাররা কতটা শক্তিশালী সেই সুরই বেঝে উঠলো আইরিশ দলনেতার কণ্ঠে।

উইলিয়াম পোটারফিল্ড বলেছেন, ‘বাংলাদেশ পুরো (ত্রিদেশীয়) সিরিজ জুড়েই দারুণ খেলেছে। বিশ্বকাপে তারা বেশ শক্তিশালী দল হিসেবেই যাবে।’

দলকে জেতাতে না পারায় ৯৪ রানের ইনিংস খেলা স্বাগতিক দলনেতা হতাশ। তিনি বলেন, ‘ব্যাট হাতে ক্রিজে সময় কাটানোটা দারুণ ছিল। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয়েছে তাই আমি হতাশ।’

উল্লেখ্য, ১৭ মে, আয়ারল্যান্ডের আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে লড়বে বাংলাদেশ ও ওয়েস্টইন্ডিজ। এরপর দুই দেশই উড়াল দেবে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর