রমজানের রাতে স্ত্রী সহবাস বৈধ

আল্লাহ তায়ালা বলেন, ‘রোজার রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করা তোমাদের জন্য হালাল করা
হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে, তোমরা আত্মপ্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন। অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সঙ্গে সহবাস কর এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন, তা আহরণ কর।’ (সুরা বাকারা : আয়াত ১৮৭)

শিক্ষা

*ইসলাম প্রকৃতির অনুক‚ল ও মানবিক ধর্ম; ইসলামে বৈরাগ্যবাদ ও সন্ন্যাসবাদ নেই।
*ইসলামের বিধান মানবিক, যৌক্তিক, সহজ, সুন্দর, কল্যাণকর ও মঙ্গলজনক।
*নারী ও পুরুষ একে অন্যের পরিপূরক; সুন্দর সমাজ সংসারের জন্য দাম্পত্য জীবন অপরিহার্য।
*মানুষ ভুল করে, কিন্তু আল্লাহ ক্ষমা করেন ও সহজ করেন এবং ফিরে আসার পথ সুগম করে দেন।
*রমজানে রাতের বেলায় যতক্ষণ পানাহার করা যাবে ততক্ষণ স্ত্রী সহবাসও করা যাবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর