গণধর্ষণের পর তরুণীকে হত্যার বর্ণনা দিল তিনবন্ধু

খাগড়াছড়ি সদর উপজেলার বড়পাড়া এলাকায় পাহাড়ি তরুণী ধনিতা ত্রিপুরাকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ।

ইতোমধ্যে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তা স্বীকার করেছে আসামিরা। ধর্ষণের পর তিনবন্ধু মিলে ধনিতাকে শ্বাসরোধ করে হত্যা করে।

বুধবার বিকেলে খাগড়াছড়ির অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগমের আদালতে ১৬৪ ধারা আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স-ইনচার্জ শাহাদাত হোসেন টিটো জানান, গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটককৃত কমল ত্রিপুরা, রনেল ত্রিপুরা ও ত্রিরণ ত্রিপুরাকে আটক করে। বুধবার আসামিদের আদালতে হাজির করা হয়। এসময় আসামিরা আদালতে স্বাকীরোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

প্রসঙ্গত, বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় সোমবার গভীর রাতের ধনিতা ত্রিপুরাকে গণধর্ষণের পর হত্যা করেছে তিনবন্ধু। খাগড়াছড়ির সদর উপজেলার দুর্গম বড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তরুণীর লাশ উদ্ধার করে। এই ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় ভিকটিমের মা সরলেখা ত্রিপুরা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর