ঝিনাইদহে ২ দিন ব্যাপী শিক্ষা মেলার সমাপনী

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী শিক্ষা মেলা শেষ হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের পিটিআই মাঠে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আকতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাদেকুর রহমান, পিটিআই সুপার আতিয়ার রহমান, সহকারী সুপার এস এম সালাউদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২ দিন ব্যাপী এ মেলায় জেলার ৬ টি উপজেলা শিক্ষা অফিস তাদের স্টল প্রদর্শণ করেন। এতে শিক্ষার্থীদের সহায়ক উপকরণ প্রদর্শণে ১ম স্থান অধিকার করে মহেশপুর উপজেলা শিক্ষা অফিস, ২য় স্থান অধিকার করে কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস ও যৌথ ভাবে ৩য় স্থান অধিকার করে সদর ও শৈলকুপা উপজেলা শিক্ষা অফিস। পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর