ঈদকে সামনে রেখে সিরাজদিখান পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে গতকাল বুধবার দুপরে সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ফোরাম, জন প্রতিনিধি, সূধীজন ও প্রেস মিডিয়ার সহিত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা কম্পাউন্ডে সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক হিমেলে হোসেনের সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ রাজিবুল ইসলাম। এছাড়া আরো উপস্তিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাব সহসভাপতি ইমতিয়াজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, ওসি (তদন্ত) আজিজুল হক হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু প্রমুখ।

সভায় বক্তারা বলেন,আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পুলিশের নজরদারী বাড়াতে হবে এছাড়াও বিভিন্ন অপকর্ম চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ মাদকের বিরুদ্ধে কঠিন সতর্কতা অবলম্বন করতে হবে। সন্ধেহজনক কাউকে দেখলে পুলিশকে খবর দেওয়ার আহবানও জানানো হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর