চাকুরিতে পুনর্বহাল সহ বিভিন্ন দাবীতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

ঢাকার আশুলিয়ায় ছাঁটাইকৃত শ্রমিকদের চাকুরিতে পুনর্বহালের দাবিসহ বিভিন্ন দাবিতে মদিনা সোয়েটার নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে বিক্ষোভ করেছে শ্রমিকরা। মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে আশুলিয়ার শিমুলতলা এলাকার এই সোয়েটার কারখানার সামনে কয়েকশত শ্রমিক বিক্ষোভ শুরু করে।

আন্দোলনরত শ্রমিকরা গণমাধ্যমকে জানায়, গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েক জন শ্রমিক ছাঁটাই করা হয়। এর মধ্যে সোমবার হঠাৎ করে লিংকিং সেকশনের ৪৯ জন শ্রমিককে এক সাথে ছাঁটাইয়ের নোটিশ দেয় মালিকপক্ষ এবং সেই সাথে সেকশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধও ঘোষণা করা হয়।

এ ব্যাপারে মদিনা সোয়েটার এর অ্যাডমিন ম্যানেজার এসএম খোকনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অনীহা প্রকাশ করেন।

শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, শ্রমিকরা বিক্ষোভ করছে এমন সংবাদের ভিত্তিতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর