কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া এলাকায় মোটসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে মো. হাসিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দুর্ঘটনাটি ঘটেছে। উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের ফারুকের পুত্র মো. হাসিবুল ইসলাম। সে লাভা মোবাইল কোম্পানীর মহিপুর প্রতিনিধি ছিলেন। মহিপুর জাকারিয়া মোবাইল পয়েন্টে বসে তার কোম্পানীর মোবাইল মেরামত করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়িক উদ্যেশ্যে নিজস্ব মোটরসাইকেল নিয়ে কলাপড়া আসার পথে হলদিবাড়িয়া এলাকায় পৌছালে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মো.হাসিবুল মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটলাস্থলেই মারা যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও লাশ উদ্বার করেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর