আশুলিয়ায় সওজ এর অভিযানে অবৈধ দোকানপাট উচ্ছেদ

ঢাকার আশুলিয়ায় সওজ (সড়ক ও জনপদ) এর অবৈধ দখলদারী উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) আশুলিয়ার বাইপাইলে মহাসড়কে অবৈধভাবে সওজ এর জায়গা দখলমুক্ত করতে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান ভেঙ্গে দেয়া হয়।

জানা গেছে, বাইপাইলে হাজী সদর আলী শপিং কমপ্লেক্সের সামনে সড়ক ও জনপদের জায়গা দখল করে অনেকেই দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আজকের (মঙ্গলবার) অভিযানে সেগুলি গুড়িয়ে দেয়া হয়।

এব্যাপারে সওজ এর অভিযানে নেতৃত্ব প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ম্যাপ অনুযায়ী সরকারি জায়গায় অবৈধভাবে যারা দোকানপাট করে দখল করে আছে তা ভেঙে দেয়া হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলোর কারনে ব্যস্ত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়া আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারন মানুষের ভোগান্তি যাতে কমে সেই লক্ষ্যেও এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর